About Course
আমরা যদি বাসায় একটা রোবট নিয়ে আসি, তবে ইউজার্স ম্যানুয়েল না পড়ে আমরা সেটিতে হাত দিতে সাহস পাই না। কিন্তু আমাদের সন্তান, সে যে কোন রোবট থেকে অনেক অনেক গুণ বেশী জটিল, সেটির একটি ইউজার্স ম্যানুয়েল থাকা উচিৎ – একথা আমরা ভাবি না। আমরা উল্টোপাল্টা কমান্ড দিয়ে, আন্দাজে সুইচ টিপে টিপে সেটিকে চালানোর চেষ্টা করি এবং অবধারিতভাবেই সেটি উল্টোপাল্টা ফল-ই দিতে থাকে।
এ ওয়ার্কশপ হচ্ছে সন্তান প্রতিপালনের সেই ইউজার্স ম্যানুয়েল।
স্বাগতম আপনাকে!